পটুয়াখালীর মহিপুরে এক শিক্ষকের পুকুর থেকে প্রতিবেশীদের বিরুদ্ধে রাতের আঁধারে সেচযন্ত্র লাগিয়ে প্রায় তিন লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শুক্রবার(১৬জুন) সকালে ওই অভিযুক্তের বিরুদ্ধে মহিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন পুকুরের মালিক নাসির উদ্দীন।
এসময় পুকুর মালিক স্কুল শিক্ষক নাসির উদ্দীন বলেন, প্রতিবেশী সালাম ফকিরের ও তার পরিবারের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছে।
অভিযুক্ত পুরান মহিপুর গ্রামের সালাম ফকিরের ছেলে মাইনুল, সাইফুল, সাহাবালী, আইয়ুব আলী ও সহিদুল ও জামাতা আফজাল ফরাজীসহ ১০ থেকে ১৫ জন জমি দখলের জন্য যৌথ মাছ চাষের পুকুরে সুপার সাম্পান (শব্দ বিহীন) মটর লাগিয়ে বৃহস্পতিবার (১৫ জুন) রাতের আধারে পুকুরের সব পানি অপসারণ করে পুকুরে থাকা প্রায় তিন লক্ষ টাকার মাছ চুরি করে নিয়ে যায়। পরে সকাল বেলা পুকুরে পানি এবং মাছ না দেখতে পেয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা তাদের বিভিন্ন ভাবে গালমন্দ ও হুমকি ধামকি দেয়।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস খাঁন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: