কুড়িগ্রামে ধরলা নদে মো. জাহিদুল ইসলাম (৩৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ৮ কেজি ওজনের একটি রুই মাছ। পরে মাছটি তিনি ৮ হাজার টাকায় বিক্রি করেন।
শুক্রবার (১৬ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের শুলকুর বাজার এলাকায় ঝাকি জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবস এলাকার মো. জাহিদুল ইসলাম প্রায় দিনই মাছ ধরতে ধরলা নদীতে যান। প্রতিদিনের মতো আজও জাল নিয়ে মাছ ধরতে ধরলা নদীর শুলকুর বাজার এলাকায় নামলে রুই মাছটি তার জালে আটকা পড়ে। পরে মাছটি আট হাজার টাকায় বিক্রি করে দেন তিনি।
জেলে জাহিদুল ইসলাম বলেন, ধরলা নদীতে পানি বেড়ে যাওয়ায় মাছটি ধরলা নদীর শাখা শুলকুর বাজার ছড়ায় উঠে আসে। ঝাকি জাল দিয়ে মাছটি ধরতে পেরে খুবই ভালো লাগছে। আমার জীবনে ঝাকি জালে ধরা এটাই ছিল সবচেয়ে বড় মাছ।
আপনার মূল্যবান মতামত দিন: