শেরপুরে ২ লাখ ১৭ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

মো. রাজন মিয়া, শেরপুর | ১৬ জুন ২০২৩, ০০:৪৯

ছবি- সংগৃহীত

শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুন (বৃহস্পতিবার) দুপুর ১২ ঘটিকায় শেরপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে শেরপুর জেলার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ওই সময় সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য্য এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় অন্যান্যের মধ্যে ডাঃ মোবারক হোসেন, ডাঃ গোলাম মোস্তফা ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্রাচার্য বলেন,
“আগামী ১৮ ইং জুন একযুগে জেলার স্থায়ী ও অস্থায়ী এক হাজার তিন শত চোয়াল্লিশটি টিকাদান কেন্দ্র সহ সর্বমোট এক হাজার তিন শত আটান্নটি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সেইসাথে এক‌ই দিনে ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এদিন ২ লাখ ১৭ হাজার ৮৩ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা রয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য গ্লোব ফার্মাসিউটিক্যালস দুই লাখ এবং রেনেটা ফার্মাসিউটিক্যালস এক লাখ আই ইউ ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করেছেন।”

তিনি আরও জানান, “কর্মসূচি বাস্তবায়নে জেলায় মোট পাঁচ শত বায়ান্নজন স্বাস্থকর্মী এবং দুই হাজার সাত শত ষোলজন স্বেচ্ছাসেবক কাজ করবেন। আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৬ শত একাত্তর জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৯১ চার শত ১২ জন শিশুকে এদিন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর। ক্যাম্প চলাকালীন সময়ে যদি কোন শিশু বাদ পড়ে তবে পরবর্তীতে তাকে নিকটতম স্বাস্থকেন্দ্রে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে।”

ওই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, “বিগত সময়ে আমরা জেলায় এই কর্মসূচির ৯৮% লক্ষমাত্রা অর্জনে সক্ষম হয়েছি। এবারের কর্মসূচি শতভাগ বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণাসহ নানা কর্মসূচি পালন করছি।”

তিনি নিজ নিজ সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করে জনগণকে উদ্বুদ্ধ করতে এবং কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর