-2023-06-15-15-48-54.jpg)
পটুয়াখালী কলাপাড়ায় সমুদ্র এলাকায় ৬৫ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা অমান্য করায় কোস্ট গার্ডের অভিযানে ৩টি ফিশিং বোট, ৩৩০ কেজি সামুদ্রিক মাছ ও ১০ লাখ মিটার সুতার জাল সহ ৩২ জন জেলেকে আটক করা হয়।
বুধবার (১৪ জুন) গভীররাতে উপজেলাধীন আন্দারমানিক নদী সংলগ্ন সমুদ্র মোহনা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানায় কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, 'অভয়াশ্রম রক্ষা অভিযান-২০২৩' উপলক্ষে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আন্দারমানিক নদী সংলগ্ন সমুদ্র মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত তাঁদেরকে আটক করা হয়। পরবর্তীতে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা কর্তৃক উপজেলা মেরিন ফিশারী কর্মকর্তা মো. আশিক আহমেদ এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দকৃত সামুদ্রিক মাছ গুলো নিলামে ৩১ হাজার টাকা ও আটক জেলেদের ৩১ হাজার জরিমানা করে বোট ও জাল সহ তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট বিএন কে এম শাফিউল কিঞ্জল বলেন, সমুদ্র সম্পদ রক্ষায় আমরা সার্বক্ষণিক কাজ করছি। এই ৬৫ দিন অবরোধ সঠিকভাবে পালন করার লক্ষে আমরা সার্বিক তৎপর রয়েছি।
আপনার মূল্যবান মতামত দিন: