সড়কে বিদ্যুতের খুঁটি উপড়ে মেডিকেল প্রতিনিধির মৃত্যু

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৫ জুন ২০২৩, ০১:৪৫

সংগৃহীত ছবি

নোয়াখালী সদর উপজেলায় সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি উপড়ে তানভীর হাসান (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি এসিআই কোম্পানির স্থানীয় মেডিকেল প্রতিনিধি বলে জানা গেছে।

বুধবার (১৪ জুন) সকাল ৮টায় সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত তানভীর চাঁদপুর জেলার কচুয়া থানায় আদানি বদন বাড়ির নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে সোনাপুর জিরো পয়েন্ট হয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোডে যাচ্ছিলেন তানভির। এ সময় সড়কের পাশে নতুন বসানো বিদ্যুতের একটি খুঁটি হঠাৎ উপড়ে পড়ে। এতে খুঁটির নিচে থাকা তানভীর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় পাশে থাকা এক শিশু আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।

সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জিসান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর