ভাড়া বাসায় ঝুলছিল যুবকের মরদেহ

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৩ জুন ২০২৩, ০২:১০

সংগৃহীত ছবি

ফরিদপুর শহরের একটি ভাড়া বাসা থেকে শহীদুল ইসলাম (২৫) নামে এক দোকান কর্মচারীরর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১১ জুন) রাত ১১টার দিকে শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকার সুধীর রঞ্জন মালোর মালিকানাধীন "কমলালয়" ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শহীদুল ইসলাম সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার সংলগ্ন টুকু মোল্যার ছেলে। তিনি শহরের একটি কাপড়ের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, গত প্রায় দুই মাস আগে স্ত্রীকে নিয়ে শহরের একটি ভাড়া বাসায় উঠেছিলেন শহীদুল ইসলাম। কয়েকদিন আগে স্ত্রী চলে যায় গ্রামের বাড়িতে। এরপর ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পরে কোতয়ালী থানা পুলিশ তালাবদ্ধ ঘর থেকে তিনদিন পর তার অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, একটি তালাবদ্ধ ঘর থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুই থেকে তিনদিন আগে তার মৃত্যু হয়েছে। হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর