সিদ্ধিরগঞ্জে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৩ জুন ২০২৩, ০২:০০

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে আব্দুল বাতেন (৪০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

সোমবার (১২ জুন) ভোরে সিদ্ধিরগঞ্জের আশরাফ আলী ফিলিং স্টেশন সংলগ্ন টিনের বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

আত্মহত্যা করা আব্দুল বাতেন সুনামগঞ্জের আব্দুল আজিজের ছেলে। তিনি নাসিক ৪ নং ওয়ার্ডস্থ আওলাবন এলাকায় ভাড়া থাকতেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আত্মহত্যার খবর পাওয়া মাত্রই আমাদের থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর