বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ১২৬ টি ভোট কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া বাকি ২০ টি কেন্দ্র সাধারণ হিসেবে ধরা হয়েছে।
শনিবার (১০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার মিডিয়া সমন্বয়ক মনিরুল ইসলাম।
তিনি বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের দেয়া তথ্য অনুযায়ী ১০৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ন ও ২০ কেন্দ্র সাধারণ হিসেবে ধরা হয়েছে।
মনিরুল ইসলাম জানান, সাধারন কেন্দ্র গুলোতে ২২ থেকে ২৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকে। তবে অধিক ঝুঁকিপূর্ন কেন্দ্রগুলোর নিরাপত্তায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন থাকবে। এর মধ্যে ১২/১৪ জন থাকবে পুলিশ সদস্য বাকি সদস্যরা র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর। পাশাপাশি সকল কেন্দ্রেই জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন নিয়োজিত থাকবেন।
আপনার মূল্যবান মতামত দিন: