গুজব ছড়িয়ে পুলিশের মনোবল ভাঙার সুযোগ নেই: ডিবি প্রধান

সময় ট্রিবিউন ডেস্ক | ৫ জুন ২০২৩, ০২:৪১

সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, গুজব ছড়িয়ে পুলিশের মনোবল ভাঙার কোনো সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ ও সরকারি কর্মকর্তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ভিডিওকে 'গুজব' বলে অভিহিত করেছেন তিনি।

আজ রোববার (৪ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিবি প্রধান বলেন, সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের অনুমতি প্রাপ্তি একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। এর জন্য একাধিক স্তরে অনুমোদনের প্রয়োজন হয়। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে দেশের বাইরে থেকেও কিছু লোক সরকারি কর্মকর্তাদের নিয়ে ভিডিও করছে। তারা বলছে, অনেক সরকারি কর্মকর্তা দেশের বাইরে যাওয়ার পর ফিরবেন না। এটা সম্পূর্ণ গুজব।

ডিবি প্রধান হারুন আরও বলেন, সরকারি কর্মকর্তাদেরও অন্যদের মতোই পরিবার আছে এবং বিশেষ কারণে তাদের ছুটির প্রয়োজন হয়। কেউ যদি মনে করে এ ধরনের ভিডিও বানালে পুলিশের মনোবল ভেঙে পড়বে, তারা বোকার স্বর্গে বাস করছে।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর