মোবাইলে ভিডিও দেখাকে কেন্দ্র করে গৃহবধূর আত্মহত্যা

সময় ট্রিবিউন ডেস্ক | ২৪ মে ২০২৩, ২৩:৩১

সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগরে মোহসেনা খাতুন (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোবাইল ফোনে ভিডিও দেখাকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে ঝগড়া করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 
 
গতকাল মঙ্গলবার (২৩ মে) রাতে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহসেনা উপজেলার ঘোলা গ্রামের আল মামুন গাজীর স্ত্রী।  
 
নিহতের চাচা নুরুল হক জানান, মোবাইল ফোনে ভিডিও দেখাকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে ঝগড়া হয় মোহসেনার। এর জেরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে তার স্বামী দাবি করেছেন। 
 
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বাদল জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর