ফরিদপুরের নগরকান্দায় সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে ৯৯মিটার সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
শনিবার বিকালে নগরকান্দার বহুল আলোচিত কুমার নদের উপর এ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, থানার ওসি মিরাজ হোসেনসহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
ভিত্তি প্রস্তর স্থাপনকালে এমপি লাবু চৌধুরী বলেন, শেখ হাসিনা মানেই উন্নয়ন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন।
তিনি আরো বলেন, এই এলাকার মানুষের কথা চিন্তা করে আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৯০ সালে বেইলি ব্রিজ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে এলাকার মানুষের দাওয়া দাবী নিয়ে নতুন করে ব্রিজের নির্মাণ কাজ শুরু করা হলো। এই উন্নয়নের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: