সিলেটের গোয়াইনঘাটে গাঁজার গাছ সহ ১ জন গাঁজা ব্যবসায়ী আটক

মো. সাজ উদ্দিন, সিলেট | ৪ মে ২০২৩, ২৩:৫৪

ছবিঃ সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে গাঁজার গাছ সহ ১ জন গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের দিক-নির্দেশনায় অপরাধ দমন, আসামি আটক ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলায় সংঘটিত সঙ্গবদ্ধ অপরাধ, ডাকাতি, মাদকদ্রব্য উদ্ধার, খুন, ধর্ষণ ও চাঞ্চল্যকর মামলার আসামি আটকে জেলা পুলিশ, সিলেট সবার্ধিক গুরুত্ব দিয়ে আসছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৩ মে (বুধবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আক্তারুজ্জামান, এএসআই এনামুল হক ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ প্রতাপপুর (ঢালারপাড়) গ্রামের মৃত ওহাব আলীর ছেলে মোঃ মিজানুর রহমান উরফে মিজান পাগলা (৬০) এর বাড়ির উঠানের পূর্ব পাশে সবজি বাগান হতে ৬ টি গাঁজার গাছ উদ্ধার করেন। গাঁজার গাছ উদ্ধারপূর্বক ধৃত আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানার মামলা নং- ৬ (০৫) ২৩, তারিখ- ০৪/০৫/২০২৩ ইং। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৮ (ক) ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া ফোকাল কর্মকর্তা ইন্সপেক্টর শ্যামল বণিক।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর