শ্রীপুরে টাস্কফোর্সের অভিযান, পাথর জব্দ ও উন্মুক্ত নিলাম

মো. সাজ উদ্দিন, সিলেট | ১৩ এপ্রিল ২০২৩, ০২:২৯

ছবিঃ সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। মঙ্গলবার দুপুরে অবৈধভাবে পাথর উত্তোলনের খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-বশিরুল ইসলাম এর নেতৃত্বে শ্রীপুর এলাকায় অভিযানে নামে পুলিশ ও বিজিবি সদস্যরা।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-বশিরুল ইসলাম জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে অবৈধভাবে পাথর উত্তোলন চলছে এমন খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে পাথর জব্দ করা হয়। পাথর রাখার জায়গা সমান না, তাই পরিমাপে ভিন্নমত থাকায় ঘনফুট হিসেবে উন্মুক্ত নিলাম হয়েছে। প্রতি ঘনফুট ৭৫ টাকা করে ১৮০০ ঘনফুট বিক্রি হয়েছে, বাকিটা বিক্রি শেষ হলে বলা যাবে। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক মোড়ল, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীনস্থ শ্রীপুর ক্যাম্প কমাণ্ডার নায়েব সুবেদার মকবুল হোসেন সহ পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর