গুইমারায় ১০ টাকায় ব্যাগভর্তি বাজার পেল অর্ধ সহস্র পরিবার

এ এম ফাহাদ, খাগড়াছড়ি | ২৯ মার্চ ২০২৩, ০৭:৫৫

ছবি- সংগৃহীত

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সেচ্ছাসেবী সংগঠন সমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় গুইমারা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ কার্যক্রমের উদ্বোধন করেন সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি। বিশেষ অতিথি ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো. নাফিজ চৌধুরী।

এসময় নির্ধারিত ১০টি স্লিপের মাধ্যমে ১টাকা কেজি চাউল, ৩টাকা কেজি তেল, ৬টাকা পিচ মুরগি, ৫টাকা পিছ মাছ, ৩টাকা কেজি চিনি, ২টাকা ডজন ডিম, ১টাকায় পেয়াজ ও ডাল, আটা, লবন, সুজি, ছোলা, সবজিসহ ১৮ রকমের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করে উপকারভোগীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর