রূপপুর প্রকল্পের গাড়িচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৮ মার্চ ২০২৩, ০৮:৪৩

সংগৃহীত ছবি

রূপপুর প্রকল্পের নিকিমত কোম্পানির পরিচালকের গাড়িচালক সম্রাট হোসেন (৩০) হত্যা মামলার প্রধান আসামি আব্দুল মমিনকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৬ মার্চ) রাতে ঢাকার বাংলামোটর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৭ মার্চ) বিকেলে র‌্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিআইজি মারুফ হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা ঈশ্বরদী থানায় শনিবার (২৫ মার্চ) রাতে একটি হত্যা মামলা করেন। মামলায় সম্রাটের বন্ধু মমিনকে প্রধান আসামি ও তার স্ত্রী সীমাকে দুই নম্বর আসামিসহ আরও তিন থেকে চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই আসামি মমিন আত্মগোপনে চলে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১২, সিরাজগঞ্জের একটি দল, র‌্যাব-৩ এর সহযোগিতায় ঢাকার বাংলামোটর এলাকা থেকে মমিনকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কের কারণে সম্রাটকে হত্যা করেছেন আব্দুল মমিন।

তবে কীভাবে, কোন পরিকল্পনায় এবং কাদের সাহায্যে সম্রাটকে হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর