মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৩

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৭ মার্চ ২০২৩, ১২:০৮

ফাইল ছবি

শরীয়তপুরে খামারে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সিরাজ ওঝা, শাহিন শেখ ও শাহিন মাঝি (৩৬) নামে তিনজন নিহত হয়েছেন।

রোববার (২৬ মার্চ) বিকেলে নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাহের কুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘড়িষার ইউনিয়নের বাহের কুশিয়া গ্রামে জানু মেম্বারের মাছের খামারে মাছ ধরতে গেলে ডিঙ্গামানিক ইউনিয়নের বাসিন্দা শাহিন শেখসহ কয়েকজন বজ্রপাতে গুরুতর আহত হয়। শাহিনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়িয়ার মুলফৎগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কামরুল জমাদ্দার বলেন, হাসপাতালে শাহিন শেখ নামে একজনকে সন্ধ্যার আগে হাসপাতালে এনেছিল তার স্বজনরা। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত অন্যরা হলেন— এলাহী বক্স ওঝার ছেলে সিরাজ ওঝা (৩৫) ও আবুল বাসার মাঝির ছেলে শাহিন মাঝি (৩৬)। নিহতরা ডিঙ্গামানিক ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের বাসিন্দা।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারব।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর