গোপালগঞ্জে ট্রেনের কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

সময় ট্রিবিউন ডেস্ক | ২৫ মার্চ ২০২৩, ২২:৩৮

সংগৃহীত

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে মুন্নী খানম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। প্রেমের সম্পর্কে ছেলে বন্ধুর সাথে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলার পর মেয়েটি ট্রেনের নিচে ঝাঁপ দেয় বলে জানা গেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজ শনিবার সকাল (২৫ মার্চ) পৌনে ৮ টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের বেলতলা রেলক্রসিংয়ে গোপালগঞ্জ-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

মুন্নী খানম পাশ্ববর্তী ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের পান্নু শেখের মেয়ে। মালা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সে প্রস্তুতি নিচ্ছিল ।

স্থানীয়রা জানায়, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের আবির নামে এক ছেলের সাথে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলের সাথে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলার পর মেয়েটি ট্রেনের নিচে ঝাঁপ দেয়। মেয়েটির ফোনের ডায়াল রিং-এ ওই ছেলেটির নম্বর পাওয়া গেছে বলেও তারা দাবি করেন ।

তবে কাশিয়ানী থানার ওসি মো.ফিরোজ আলম নিহত মুন্নীর পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, মেয়েটি পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ থেকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের মদিনাপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। খায়েরহাট বেলতলা রেলক্রসিং পার হওয়ার সময় গোপালগঞ্জ হতে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর