মৌলভীবাজারে একসঙ্গে ১৩ শকুন মৃত্যুর ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। একই সঙ্গে শকুনের মৃত্যু নিয়ে একটি বিশেষজ্ঞ টিম মাঠে কাজ করছে।
শুক্রবার (২৪ মার্চ) মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যপারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বলেন, ঘটনাস্থলের আশপাশে কয়েক বছর ধরে শকুনের আনাগোনা ছিল। ওই এলাকায় কেন সচেতনতামূলক কোনো ধরনের প্রচারণা চালানো হয়নি সেটা বড় প্রশ্ন। সারাদেশে ২৬০টি শকুন রয়েছে। রেমা-কালেঙ্গা ও আশপাশ এলাকায় রয়েছে ৬০-৮০টি শকুন। এর বড় একটি অংশ মারা গেল। এটা খুব দুঃখজনক। আমরা আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শকুন মরার ঘটনা নিয়ে শুক্রবার মৌলভীবাজার সদর থানায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি দিয়ে বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। একই সঙ্গে অনেক শকুনের মৃত্যু নিয়ে বিশেষজ্ঞরা তদন্ত করে যাচ্ছেন। সঠিক তথ্য খোঁজে বের করার জন্য তারা কয়েকদিন যাবত মাঠে কাজ করছেন।
আপনার মূল্যবান মতামত দিন: