তালা দেওয়া ঘরে মিললো গৃহবধূর মরদেহ

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৪ মার্চ ২০২৩, ২২:২০

সংগৃহীত ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তালা দেওয়া ঘর থেকে বিথী বেগম (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) সকালে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে তালা দেওয়া ঘর থেকে বিথী বেগমের মরদেহটি উদ্ধার করা হয়। বিথী বেগম ওই গ্রামের শাকিরুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কোন এক সময় নিজ শয়ন ঘরে বিথী আক্তারের মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতে ঘটনাস্থল গৃহবধূ বিথী বেগমের মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূর মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর