বান্দরবানের রুমা উপজেলায় দুটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে ৬ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতদের ৫ জন নারী বলে জানা গেছে। এতে আরও ১২ জন আহত হয়েছেন।
আজ সোমবার (২০ মার্চ) উপজেলার বগালেক এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রুমা থানার এসআই মোরশেদ আহম্মেদ ও রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।
এসআই মোরশেদ আহম্মেদ বলেন, বগালেক থেকে নামার সময় দুটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে চারজন নারী নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি। পরে আরো ২ জনের নিহতের খবর জানান এই এসাই। তবে নিহতদের পরিচয় এখন সনাক্ত করা হয়নি বলেও জানান তিনি।
রুমা উপজেলা রেমাক্রী প্রাংসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিরা বম জানান, নিহতরা সবাই রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।
আপনার মূল্যবান মতামত দিন: