বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় রিকশাচালক নিহত

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৮ মার্চ ২০২৩, ২০:০৮

ফাইল ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় আবু তাহের (৫৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের বোয়ালখালীর আপেইল্যার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তাহের বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী চান্দারপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আপেল্যার টেক এলাকায় দ্রুতগতির একটি মাইক্রোবাস ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন দিকে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় রিকশাচালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

পাঁচলাইশ মডেল থানার এসআই লুৎফর রহমান সোহেল রানা গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় আবু তাহের নামের এক ব্যক্তিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। পরে রাত পৌনে ১০টার সময় ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর