ময়মনসিংহে মাইক্রোবাস খাদে পড়ে ৪ যাত্রী নিহত

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৩ মার্চ ২০২৩, ২২:০৭

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দগ্ধ হয়ে তিন নারীসহ চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ যাত্রী। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১২ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঘামারার রাঙামাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দোলেনা খাতুন (৪৫), রেজিয়া খাতুন (৫৫), আশিক (৭)। নিহত অপর এক নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পরে উদ্ধার কার্যক্রম চালিয়ে দুই নারীসহ পুড়ে যাওয়া চারজনের মরদেহ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর