না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কুমিল্লার সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
শনিবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন অধ্যক্ষ রুহুল আমিন। জড়িত ছিলেন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে। পরে ন্যাপে (মোজাফফর) যোগ দেন। ১৯৭১ সালে ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়নের গড়া দলের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন।
রোববার (১২ মার্চ) বাদ জোহর বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের শোভারামপুর গ্রামে জানাজার পর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: