সেতুর নিচ থেকে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

সময় ট্রিবিউন ডেস্ক: | ১১ মার্চ ২০২৩, ০০:৫৭

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইছামতী নদীর ওপর নির্মিত সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডল এ অর্থদণ্ড করেন।

তৃপ্তি কণা মন্ডল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইছামতী নদীর তলদেশের সেতুর পিলারের কাছ থেকে বিক্রির উদ্দেশ্য বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সরকারি অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি খনন ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর