সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে চায়না খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার (৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নাইমুড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই ছেলে শরিফুল ইসলামকে আটক করে পুলিশ।
আজ বুধবার (৮ মার্চ) সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই মাদকাসক্ত ছেলে শরিফুল ইসলামকে আটক করা হয়েছে।
নিহত চায়না খাতুন উল্লাপাড়া উপজেলার নাইমুড়ী গ্রামের মৃত আলহাজ আলীর স্ত্রী। পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যায় মহাসড়কে গাড়িচাপায় শরিফুল ইসলামের (২৫) একটি ছাগলের বাচ্চা মারা যাওয়াকে কেন্দ্র করে তার মা চায়না খাতুনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে শরিফুল তার মাকে মারধর করে ইট দিয়ে আঘাত করেন। পরে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মায়ের লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ইটের আঘাত ছাড়া নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
আপনার মূল্যবান মতামত দিন: