শেরপুরে ৫৬ বস্তা সরকারি চাল সহ দুই অটোরিকশা আটক

মো. রাজন মিয়া, শেরপুর | ৯ মার্চ ২০২৩, ০৪:০২

ছবিঃ সংগৃহীত

শেরপুরের ১১নং বলাইরচর ইউনিয়নের কালাম বাজার থেকে ৫৬ বস্তা সরকারি (ভিজিডি'র) এর চাল সহ দুইটি অটোরিকশা আটক করা হয়েছে।

৭ মার্চ (মঙ্গলবার) শেরপুর সদর উপজেলার ১১নং বলাইরচর ইউনিয়নের কালাম বাজার পাকা রাস্তার উপর দাড়িয়ে থাকা অজ্ঞাত অটোরিকশা থেকে সরকারি (বিজিডি'র) কার্ডের ১৬৮০ কেজি মোট ৩০ কেজির ৫৬ টি বস্তা উদ্ধার করেছে সদর উপজেলা প্রশাসন।

স্থানীয় সুত্রে জানা যায়,৭ মার্চ (মঙ্গলবার) বিকালে ১১নং বলাইরচর ইউনিয়নের চকসাহাব্দী মোড় থেকে সরকারি সীল মোহর যুক্ত চালের দুইটি অজ্ঞাত অটোরিকশা কালাম বাজারে এসে দাড়ায়। এ সময় স্থানীয় লোকজন সরকারি সীল মোহর যুক্ত বস্তা দেখে গাড়ি দুটিকে আটক করে।

ওই সময় খবর পেয়ে শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.উজ্জ্বল মিয়া কে ঘটনাস্থলে পাঠান এবং তিনি সেখান থেকে ৩০ কেজির মোট ৫৬ বস্তা চাল জব্দ করেন।

ওই সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.উজ্জ্বল মিয়া বলেন,এ ঘটনায় আমি খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছি এবং পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো.
কামারুজ্জামান ও পুলিশ উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান সম্রাট এর সহযোগীতায় সেখান থেকে ৩০ কেজির মোট ৫৬ বস্তা সরকারী চাল উদ্ধার করি এবং প্রশাসনিক নির্দেশনা মোতাবেক স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মনিরুল আলম মনি এর কাছে জব্দকৃত ৫৬ বস্তা চাল জিম্মায় রাখি ও আটককৃত অটোরিকশা দুটিকে শেরপুর সদর থানায় পুলিশ হেফাজতে পেরণ করি এবং এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের খুব দ্রুত খুজেঁ বের করে আইনে আওতায় আনা হবে বলে জানান।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো.মনিরুল আলম মনি বলেন, উদ্ধারকৃত ৫৬ বস্তা চাল আমার জিম্মায় দেওয়া হয়েছে এবং আমি তা আমার পরিষদের গোদামে সংরক্ষণ করেছি। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষেদ্রুত খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর