খুলনায় চিকিৎসকের ওপর হামলার ঘটনার প্রতিবাদে দেওয়া কর্মবিরতি সাতদিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা।
শনিবার (৪ মার্চ) দুপুরে বিএমএ ভবনে খুলনা আওয়ামী লীগের শীর্ষ নেতা, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ও খুলনা বিএমএ নেতারা বৈঠকের পর দুপুরেই কাজে ফেরেন চিকিৎসকরা।
বিএমএ খুলনার সভাপতি শেখ বাহারুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে খুলনা বিএমএ ভবনে চিকিৎসক নেতাদের সঙ্গে আলোচনায় বসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বৈঠক শেষে কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেন চিকিৎসক নেতারা।
নগরীর সাত রাস্তা মোড়ে বিএমএ ভবনের সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ বৈঠকে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশিদা সুলতানা, খুলনা বিএমএ সভাপতি ডা. বাহারুল আলম ও সাধারণ সম্পাদক ডা. মেহেদি নেওয়াজসহ চিকিৎসকরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কর্মসূচি স্থগিত করা হয়।
বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম আরও বলেন, আমাদের কর্মসূচি আজ থেকে সাতদিনের জন্য স্থগিত করা হলো। তবে সন্ধ্যায় সাধারণ সভা শেষে কর্মবিরতির ঘোষণা দেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: