খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

সময় ট্রিবিউন ডেস্ক: | ২ মার্চ ২০২৩, ০৩:৫৯

সংগৃহীত ছবি

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে খুলনায় কর্মবিরতি চলছে। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ কর্মবিরতি অব্যহত থাকবে।

বুধবার (১ মার্চ) সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা। হাসপাতালগুলোতে শুধু জরুরি বিভাগ খোলা থাকবে। এতে করে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

এদিকে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ করছেন চিকিৎসকরা।

বিএমএ সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, ২৫ ফেব্রুয়ারি নগরীর শেখপাড়া এলাকার হক নার্সিং হোমের অপারেশন থিয়েটারে ঢুকে পুলিশের সহকারী উপ-পরির্দশক (এএসআই) নাঈম ও তার সঙ্গীরা ডা. শেখ নিশাত আবদুল্লাহকে মারধর করেন। একই সঙ্গে অপারেশন থিয়েটারে ভাঙচুর চালান তারা। একমাস আগে অপারেশন করা রোগীর জটিলতার কথা বলে তারা এ হামলা চালান। ডা. নিশাত বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মঙ্গলবার সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। তবে এখনো কেউ গ্রেফতার বা আটক হয়নি। আসামি গ্রেফতার হলে আমরা কর্মসূচি প্রত্যাহার করবো।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর