গাজীপুরে ঝুট গুদামে আগুন

সময় ট্রিবিউন ডেস্ক: | ১ মার্চ ২০২৩, ১২:২৭

সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রাত ৭টার দিকে করিম স্পিনিং মিলের পাশে অবস্থিত বাদল, ইসরাফিল, তাইজুল মুন্সি, আনোয়ার, সাইফুল, মিলনসহ আরও বেশ কয়েকজনের ঝুট গোডাউনে আগুন লেগেছে। আগুন আরও বাড়ছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের লোকজন।

ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে দেউলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি, কাশিমপুর ফায়ার সার্ভিসের একটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটিসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এখনো হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আগুনের ঘটনা অনেক বড়। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে এরই মধ্যে রওয়ানা হয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর