পটুয়াখালীতে আগুনে ৬ বসতঘর পুড়ে ছাই

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৮ ফেব্রুয়ারী ২০২৩, ০২:১০

সংগৃহীত ছবি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পৌর শহরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ছয়টি বসতঘর। তবে আগুনের সূত্রপাত সর্ম্পকে এখনো রকিছু জানা যায়নি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের মুসলিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে ভষ্মীভূত হয় শামসুল হক, আবদুল লতিফ, আবদুল জব্বার, নুরুল ইসলাম, সৌরভ আলী ও মনু মিয়ার বসতঘর। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করে উপজেলা পরিষদ।

গলাচিপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানার কাজ চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর