ভোটকেন্দ্রে পুলিশের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি | ২ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:৩০

সংগৃহীত

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল আংশিক) সংসদীয় আসনের উপ-নির্বাচনের সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শুরু হয়েছে ভোটগ্রহণ। নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম হওয়ায় কেন্দ্রের মাঠে ক্রিকেট খেলে সময় পার করছেন দায়িত্বরত পুলিশ সদস্য। এমন দৃশ্য দেখা যায় সামজিক মাধ্যমে।

আজ বুধবার (১ফেব্রুয়ারি) দুপুরে রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নারী ভোট কেন্দ্রে এমন দৃশ্য দেখা গেছে। সামাজিক মাধ্যমে পুলিশের ক্রিকেট খেলার সেই ভিডিও ভাইরাল হতে দেখা গেছে।

কেন্দ্রে দায়িত্বরত ওই পুলিশ সদস্যের নাম আরিফ মাহামুদ আপেল। তিনি ঠাকুরগাঁও সদর থানায় উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত রয়েছেন।

এদিকে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনরত অবস্থায় ক্রিকেট খেলার দৃশ্য দেখে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভোট কেন্দ্রে আসা উজ্জল, দুলাল, নবাব ও অন্তত ১০ ভোটারের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন তা পুলিশ সদস্যের ক্রিকেট খেলা দেখলেই বুঝতে পারবেন। এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারের উপস্থিতির কারণে পুলিশসহ নির্বাচন সংশ্লিষ্টরা দুপুরের খাবার খাওয়ার সুযোগ পাননি। অথচ জাতীয় সংসদ সদস্য পদে উপনির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে পুলিশ ক্রিকেট খেলে সময় পার করছেন।

জানতে চাইলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আরিফ মাহামুদ আপেল বলেন, ‘একদল কিশোর ভোট কেন্দ্রের মাঠে ক্রিকেট খেলছিল। ওই সময় আমি তাদের সঙ্গ দিয়ে একটু খেলেছি তাদের সরিয়ে দেওয়ার জন্য। এতে কোনো সমস্যা নেই।’

মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নারী ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং অফিসার আব্দুর রহিম বলেন, ‘বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত ২ হাজার ৪৭ জন ভোটারের বিপরীতে ৩০০ জন নারী ভোটার তাদের ভোট প্রদান করেছেন।’

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসনের নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘এতে ভোটের কোনো ব্যাঘাত তৈরি হয়নি। ক্রিকেট খেলে খারাপ কিছু করেনি।’

ঠাকুরগাঁও -৩ আসনের ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ৬ জন। আসনটি ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এখানে প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী। তিনি এবার হাতুড়ি প্রতীকে নির্বাচন করছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (স্বতন্ত্র), ন্যাশনাল পিপলস পার্টির শাফি আল আসাদ, বাংলাদেশ ন্যাশনাল পার্টির সিরাজুল ইসলাম ও জাকের পার্টির এমদাদুল হক  ।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়,  ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল -পীরগঞ্জ) আসনে উপ-নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১২৮টি। ভোট সংখ্যা ৩ লক্ষ ২৪ হাজার ৭৪১। তার মধ্যে মহিলা ১লক্ষ ৫৬ হাজার  ৩১ জন, পুরুষ ১ লক্ষ ৬৫ হাজার ২১০ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর