-2022-09-26-16-04-04.jpg)
চুয়াডাঙ্গার জীবননগরে বাসের ধাক্কায় মোতালেব হোসেন (৫৫) নামে এক পাখিভ্যান (ভটভটি) চালক প্রাণ হরিয়েছেন। সে উপজেলার হাসাদাহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বৈদ্যনাথপুরে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, বৈদ্যনাথপুর গ্রামের মোতালেব হোসেন তার পাখিভ্যান নিয়ে (মোটরচালিত ভ্যান গাড়ী) জীবননগর থেকে বাড়ী ফিরছিলেন। এসময় তার গ্রামের নিকট পৌছুলে বিপরীতগামী একটি বাসের (চুয়াডাঙ্গা-জ-১১-০০১১) সাথে পাখিভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোতালেব হোসেন মারা যান।
জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) মাহবুবুর রহমান জানান, ভ্যান চালকের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে আছে।
আপনার মূল্যবান মতামত দিন: