নারীরা আজ সফলতার মোড়ক নিয়ে বহুদূর এগিয়ে গেছেন: মসিক মেয়র টিটু

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৫

সংগৃহীত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, আমাদের নারীরা আজ সফলতার মোড়ক নিয়ে বহুদূর এগিয়ে গেছেন। এটির জন্য আজ একটি অনুকূল পরিবেশ বিরাজমান, না হলে আজকে নারীরা এই অবস্থানে আসতে পারত না। নারীসহ, তরুণতরুণীদের উদ্যোক্তা হিসেবে সফল হওয়ার জন্য বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপ রয়েছে। সেই অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ময়মনসিংহে উইমেন এন্ড ই-কমার্স এন্ট্রেপ্রেনিউরস মিটআপ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন মেয়র।

বৃহস্পতিবার বিকেলে নগরীর টাউনহলের এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে দ্বিতীয়ার্ধের অনুষ্ঠানে উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুসি আক্তারী মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম. আফজালুর রহমান বাবু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্টের সভাপতি নাসিমা আক্তার নিশা, উউমেন এন্ড ই-কমার্স ট্রাস্টের (উই) উপদেষ্টা কবির সাকিব, ময়মনসিংহ উদ্যোক্তা উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী সৈয়দ সেলিমা আজাদ।

এর আগে সকালে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথমার্ধের মিটআপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্টের সভাপতি নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে ও উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্টের বিভাগীয় প্রতিনিধি তানিয়া সুলতানার সঞ্চালনায় প্রথমার্ধের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মাসুম আহম্মাদ ভূঞা, উউমেন এন্ড ই-কমার্স ট্রাস্টের (উই) উপদেষ্টা কবির সাকিব। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ময়মনসিংহ বিভাগের তিন জেলার সাড়ে তিন শতাধিক দেশীয় উদ্যোক্তা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর