মোংলায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় নারীর অধিকার ও অংশগ্রহণ বিষয়ে সরকারী সেবাদানকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাৎ জাহান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার।
বক্তারা বলেন, অপরাজিতা প্রকল্পের আওতায় নারীদের ক্ষমতায়ন ও সরকারি বিভিন্ন দপ্তরের কাজ সম্পর্কে জানা ও মতবিনিময় এবং নারীরা কি করে প্রতিটা সরকারি দপ্তরে কাজ সম্পর্কে জানতে পারবে সে সম্পর্কে আলোকপাত করা হয়। নারীরা পিছিয়ে থাকবোনা সকল জড়তা ভেঙ্গে সামনের দিকে এগিয়ে যাবে।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার-উল কুৃদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা।
মতবিনিময় সভা পরিচালনা করেন অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারি দীপ্তি রায়।
এছাড়াও সংস্থাটির বিভিন্ন ইউনিয়নের কর্মরত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, মহিলা ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: