শেরপুরে পাঁচ দফা দাবিতে (পিআইও) অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্ম-বিরতি

মো.রাজন মিয়া,শেরপুর | ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৯

সংগৃহীত

জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে ১২ সেপ্টেম্বর (সোমবার) থেকে ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অর্ধ-দিবস কর্মবিরতি পালন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ।

এরই ধারাবাহিকতায় শেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.খবিরুজ্জামান খানের নেতৃত্বে (পিআইও) অফিস চত্বরে এই কর্মসূচি পালন করছে পিআইও অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত কর্ম-বিরতিতে দূর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শুন্যপদে পদোন্নতি, চলতি দায়িত্বসহ নিয়োগের মাধ্যমে পূরণের দাবি জানানো হয়।

এ সময় কর্ম-বিরতিতে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা জানায় আমাদের দাবি পূরণ না হলে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের নির্দেশনা মোতাবেক আগামীতেও কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালনের মাধ্যমে আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর