যশোরের ঝিকরগাছায় এম.সি.ডি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্কুল মাঠে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে স্কুলটির সকল শিক্ষার্থীর মায়েরা অংশ নেন। সমাবেশে মোবাইল, মাদক ও বাল্য বিবাহকে না ঘোষনা করেন সকলে৷
মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, স্কুলটির পরিচালন পর্ষদের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।
প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য আব্দুস সালাম, অবিভাবক সদস্য রেজাউল ইসলাম, রমজান আলী, মিজানুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমানে শিক্ষার্থীরা মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়াশোনা বিমূখ হচ্ছে, অনেক শিক্ষার্থী মাদকাসক্ত হয়ে পড়ছে। এজন্য অবিভাবকদের তারা সতর্ক করেন শিক্ষার্থীদের হাতে মোবাইল না দেয়ার জন্য এবং সন্তানদের ব্যাপারে সর্বদা সচেতন হওয়ার জন্য।
এছাড়া বক্তারা বাল্য বিবাহের কুফল নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে সকল শিক্ষার্থীর মায়েরা সমস্বরে হাত উঁচু করে ঘোষনা দেন এখন থেকে তারা তাদের সন্তানকে বাল্যবিয়ে দিবেন না, মোবাইল কিনে দিবেন না এবং তাদের সন্তান যেন মাদকাসক্ত নাহয় সেজন্য সর্বোচ্চ তদারকি করবেন।
আপনার মূল্যবান মতামত দিন: