চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার: আটক ১

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ১১ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪২

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ২.৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ২নং শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান চালিয়ে ৩৪৮ বোতল ফেনসিডিলসহ মোঃ কাবিল (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেন।

ধৃত আসামী মোঃ কাবিল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ২নং শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মোঃ আব্দুল কুদ্দুস এর ছেলে।

কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত কাবিলের বসত বাড়ীর ১তলা ছাদের উপর ৩৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামী একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে মাদক সংগ্রহ করে খুচরা ও পাইকারী বিক্রয়ের উদ্দেশ্যে তার বসত বাড়ীর ছাড়ের উপর সংরক্ষন করে রেখেছিল বলে স্বীকার করেন।

র‍্যাব ৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর