হরিরামপুরে জনসাধারণকে সচেতন করতে পুলিশের মাইকিং

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) | ১০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪০

সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে চুরিসহ বিভিন্ন অপকর্ম রোধে জনসাধারণকে সতর্ক করতে পুলিশের উদ্যোগে মাইকিং করা হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে হরিরামপুর থানা পুলিশ।

মাইকিং এর মাধ্যমে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় এক শ্রেণির চোরচক্র দিনের বেলা হকার, ভাঙারি ব্যবসায়ী ও বিক্ষুব্ধ পাগল বেশে বাড়িতে প্রবেশ করে। পরে টিউবওয়েল বা রান্নাঘরে খাবারের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দিয়ে যায়। তারপর বাসার সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে রাতের বেলা সংগোপনে ঘরে প্রবেশ করে মালামাল চুরি করে নিয়ে যায়।

এজন্য বাড়িতে অপরিচিত কাউকে প্রবেশ করতে না দিতে এবং কেউ টিউবওয়েল বা রান্নাঘরের দিকে ঘোরাঘুরি করলে তার দিকে লক্ষ্য রাখতে বলা হয়। এছাড়াও, পরিবারের এক বা একাধিক সদস্য হঠাৎ অসুস্থবোধ করলে নিকটস্থ প্রতিবেশী, গ্রাম পুলিশ বা সরাসরি থানায় জানানোর জন্য বলা হয়। এছাড়াও, চুরি প্রতিরোধে সময় মতো পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান (পিপিএম-বার) স্যারের দিক-নির্দেশনায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম রোধে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়েছে।

##সায়েম খান
০১৭৩৭২৫০৪১৯



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর