চাঁপাইনবাবগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ১০ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৩

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ১০:১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্য বাজার এলাকা হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মামলা নং-১৭/৪৪৮, তারিখ ০৫ আগস্ট ২০১৯, জিআর নং ৪৪৮/১৯(শিবগঞ্জ), স্মারক নং ১৮৫৯, তারিখ ০৬/৭/২২, প্রসেস নং ৩৩/২২, তারিখ ০৩/৯/২২ মোতাবেক ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) মোতাবেক মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ কেতাবুর রহমান উরফে কেতাব কে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত কেতাব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী কলোনীপাড়ার মোঃ গিয়াস উদ্দিন এর ছেলে। তাকে গ্রেফতারে র‌্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল।

র‍্যাব ৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, উপরোক্ত ঘটনায় উক্ত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর