বরগুনার পাথরঘাটায় সুমাইয়া নামে ১৯ মাস বয়সী একটি শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১:৩০ মিনিটের দিকে পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সুমাইয়া ওই এলাকার মজিবুর রহমান মেয়ে।
পরিবার থেকে জানা গেছে, বাড়ির উঠানে বসে খেলছিলো সুমাইয়া। খেলার এক পর্যায়ে সবার অজান্তে পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায় সুমাইয়া। পরে বাড়ির লোকজন শিশুটিকে উঠানে না দেখে খোঁজ করা শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবা থেকে ভাসমান নিথরাবস্থায় সুমাইয়াকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। তখন নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া কে মৃত ঘোষণা করেন।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: