চুয়াডাঙ্গায় নকল প্রসাধনী বিক্রয় ও মজুদের অপরাধে মেসার্স টনি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। এসময় ভেজাল প্রসাধনী জব্দ করা হয় ও পুড়িয়ে ধ্বংস করা হয়।
অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরতলী দৌলতদিয়াড় গ্রামে মো. মিনহাজুল আবেদিনের মেসার্স টনি এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়। জব্দকৃত নকল প্রসাধনীর মোড়কে বিভিন্ন বিদেশী কোম্পানীর নাম মুদ্রণ করার প্রমাণ মেলে। এসব নকল প্রসাধনী বিক্রয়ের অপরাধ স্বীকার করেন মো. মিনহাজুল আবেদিন। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: