নাচোলে গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৬

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কাজল কেশর ভাঙ্গাদিঘী গ্রামে কাঠাল গাছের ডালে গলায় ফাঁস দিয়ে তাজকিরা বেগম (৩৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬:৩০ টায় সময় বাড়ির পাশে কাঠাল গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেন ঐ গৃহবধূ। মৃত তাজকিরা বেগম নাচোল উপজেলার কাজল কেশর ভাঙ্গাদিঘী গ্রামের আজিজুল হক এর স্ত্রী।

সূত্রের খবর, ও নাচোল থানা পুলিশ সূত্রে জানা গেছে গত শুক্রবার সন্ধ্যার দিকে নাচোল কাজল কেশর ভাঙ্গাদিঘী গ্রামের নিজ বাড়িতে স্বামী ও স্ত্রী সাথে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে তার বসত বাড়ির পাশে কাঠাল গাছের ডালের সাথে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাজকিরা কে।

আত্মহত্যার বিষয়টি সত্যতা নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, এ ঘটনায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে নাচোল থানায় মামলা, জিডি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর