মাদারীপুরে নান্দনিকের উদ্যেগে রেইনকোট বিতরণ

রাকিব হাসান, মাদারীপুর | ৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৫

সংগৃহীত

মাদারীপুরে হত দরিদ্র রিক্সাচালক ভ্যানচালক ও প্রতিবন্ধিদের মাঝে রেইনকোট বিতরন করেছে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন নান্দনিক মাদারীপুর। শনিবার সকাল ১১টার সময় মাদারীপুর সদর থানার সামনে প্রায় অর্ধশতাধিক ভ্যান রিক্সা শ্রমিক ও প্রতিবন্ধিদের মাঝে এই রেইনকোট বিতরন করা হয়।

এসময় নান্দনিক মাদারীপুর এর সভাপতি এইচ এম হাবিবুর রহমান বলেন, প্রচন্ড বৃষ্টির মধ্যে এসব কর্মজিবী মানুষেরা যেভাবে একটু স্বস্হিতে হলেও ভ্যান রিক্সা চালাতে পারে এই লহ্মেই মুলত আমাদের আজকের এই রেইনকোট বিতরনের আয়োজন।

সাধারন সম্পাদক মো.রোমান হাওলাদার বলেন, নান্দনিক মাদারীপুর সবসময়ই গরীব অসহায় মানুষদের নিয়ে ভাবে, ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে আশা করি।

রেইনকোট বিতরনে উপস্হিত ছিলেন নান্দনিক মাদারীপুর এর সভাপতি এইচ এম হাবিবুর রহমান, সহ-সভাপতি বিএম রাসেল,সাধারণ সম্পাদক মো. রোমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কাজী সবুজ,সাংগঠনিক সম্পাদক মো.রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী হাবিবুর রহমান, ক্রীড়াও সাহিত্য সম্পাদক জামাল জয়, সদস্য মাসুম বিল্লাহসহ অনেকে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর