ফরিদপুরে প্রায় তের বছর পরে মাঠে বিএনপির একাধিক গ্রুপ

এহসান রানা, ফরিদপুর | ৩ সেপ্টেম্বর ২০২২, ২২:১৫

সংগৃহীত

দীর্ঘ ১৩ বছর পর ফরিদপুরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের একাধিক গ্রুপে বিভক্ত হয়ে চাঙ্গা হয়ে এখন রাজপথে।

বর্তমানে ভিন্ন ভিন্ন ভাবে দ্রব্যমূল্য, জ্বালানী তেল, গ্যাস, হত্যা, নির্যাতনসহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে বিএনপি।

ফরিদপুরে ৯টি উপজেলায় পৃথক পৃথকভাবে আন্দোলন করে যাচ্ছে বিএনপি ও তার সংগঠনের নেতাকর্মীরা। এ কর্মকান্ড থেকে প্রকৃত বিএনপি সাধারণ নেতা কর্মীরা খুশি ও আনন্দিত।

বিএনপির জেলা ও উপজেলার নেতাদের দাবি, আমাদের এ আন্দোলন চলমান থাকবে যত বাঁধা আসুক আর ঘরে ফিরবো না, আন্দোলন চালিয়ে যাবোই।

সাম্প্রতিক সময়ে ৯টি উপজেলায় বিএনপি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় সমাবেশে জনসমুদ্র হয়েছে ফরিদপুর শহরে। দ্বিতীয় গণসমাবেশ হয় শামা ওবায়েদ এর নেতৃত্বে নগরকান্দা উপজেলায়।

কিন্তু ফরিদপুরে সবচেয়ে গণসমাবেশ হয়েছে ৫/৭ হাজার নেতা কর্মী নিয়ে যুবদলের কেন্দ্রীয় নেতা মাহবুবুল হাসান পিংকুর নেতৃত্বে দীর্ঘ তের বছর পর এ সমাবেশ দেখে বিএনপি সাধারণ কর্মীরা খুশি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর