হাবিপ্রবির পোস্টগ্রাজুয়েট স্টাডি অনুষদের নতুন ডীন অধ্যাপক ড. বিধান

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি | ২ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪২

সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডি অনুষদের নতুন ডীন উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড বিধান চন্দ্র হালদার।

ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড.মোঃসাইফুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, "এই বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডি অনুষদের ডীন পদে নিযুক্ত প্রফেসর ড ফাহিমা খানম, অর্থনীতি বিভাগ এর স্থলে উদ্যানতত্ব বিভাগের প্রফেসর ড. বিধান চন্দ্র হালদারকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যত সকল প্রবর্তিতব্য বিধিবিধান মেনে চলা, বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা গ্রহন শর্তাবলি সাপেক্ষে পোস্টগ্রাজুয়েট স্টাডি অনুষদের ডীন পদে নিযুক্ত করা হলো।"

এ আদেশ ০১/০৯/২০২২ইং তারিখ থেকে কার্যকর হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর