মোংলায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

আলী আজীম, মোংলা (বাগেরহাট) | ৩১ আগষ্ট ২০২২, ০৩:৫০

সংগৃহীত

মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাকের যৌথ উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ আগষ্ট) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার'র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, উপজেলা আ'লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, মোংলা সরকারী কলেজ'র অধ্যাক্ষ (ভারপ্রাপ্ত) কুবের চন্দ্র রায়, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও মোংলা নাগরিক সমাজের সভাপতি সাংবাদিক নুর আলম শেখ, বাপা নেতা সাংবাদিক হাছিব সরদার, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ইমাম, পুরোহিত, বাজার কমিটির সভাপতি/সম্পাদক এবং বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বাল্য বিবাহ ও নারী নির্যাতন ইভটিজিং, আত্মহত্যা প্রবনতা বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর