দ্বিতীয় দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ২৯ আগষ্ট ২০২২, ০৬:৩৪

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে শনিবার সকাল থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ আছে। মহাসড়কে অবৈধ অটো, ভুটভুটি, সিএনজি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে হাঠাৎ করেই গত শনিবার (২৭ আগষ্ট) যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করেন রাজশাহীর সাধারণ বাস মালিক ও শ্রমিকরা।

শহরের বিশ্বরোড মোড়ে বেলা ১২টার দিকে দ্বিতীয় দিনের মতো গেটলক কাউন্টারে গিয়ে দেখা যায় বাস বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থায় সিএনজি, মাইক্রো ও অটোরিকশাযোগে রাজশাহী যাচ্ছেন যাত্রীরা। শহরের বিশ্বরোড মোড় থেকে চলাচলকারী লোকাল, গেটলক, মহানন্দা বাস চলাচল বন্ধ থাকতে দেখা গেছে এবং কাউন্টারও ছিল বন্ধ।

এ সময় এক ব্যবসায়ী যাত্রী বলেন, ব্যবসার জরুরী কাজে রাজশাহী যাব। কাউন্টারে এসে দেখি বাস বন্ধ, বাধ্য হয়ে অটোরিকশায় রাজশাহী যাচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নু বলেন, রাজশাহীর সাধারণ বাস মালিক ও শ্রমিকরা মহাসড়ক থেকে অবৈধ অটোরিকশা, ভুটভুটি, নসিমন, সিএনজি চলাচল বন্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছে এবং আজও চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো বাস রাজশাহী শহরে ঢুকতে দিচ্ছেনা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর