মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন

মনোয়ার হোসেন, কুমিল্লা | ২২ আগষ্ট ২০২২, ২০:৫৮

সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি, অটোরিকশাসহ তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম ছুফুয়া অংশের এলাকাবাসী ও কয়েকটি মাদ্রাসা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

রবিবার (২১ আগস্ট) সকালে মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মাহাবুব হোসেন মজুমদার, ছুফুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোহাম্মদ শহিদ উল্লাহ, ধর্মপুর নাজিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মামুনুর রহমান, কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ইছাক মজুমদার বাচ্চু, কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সমাজ কল্যাণ সম্পাদক ও মাদ্রাসার অভিভাবক সদস্য জসিম উদ্দিন মেম্বার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদ সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। 

মানববন্ধনে বক্তারা বলেন, "তিন চাকার বাহন মহাসড়কে চলাচলের কারণে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। গত ১৭ আগস্ট বুধবার ওই এলাকায় ছুফুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসার তিনজন দাখিল পরিক্ষার্থী সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তাই তিন চাকার বাহনের ওপর হাইওয়ে পুলিশকে কঠোর হতে হবে। নাহয় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন মানববন্ধনকারীরা"।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর