দুর্গাপুরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনা সভা

রাজেশ গৌড়, দুর্গাপুর | ২২ আগষ্ট ২০২২, ১৯:৪৩

সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে আলোচনা সভা করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি উপজেলা শাখা। রোববার দুপুরে পৌর শহরের আমলাপাড়ায় এ আলোচনা সভা হয়।

আলোচনার সভার সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপজেলা শাখার আহ্বায়ক শরদিন্দু সরকার স্বপন হাজং। উপজেলা শাখার সদস্য সচিব কবি দুনিয়া মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জিতেন্দ্র ভৌমিক, বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধযোদ্ধা দুলু সাহা, রব্বানী, ডা. সুশীল ভৌমিক, সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ. ম জয়নাল,আবেদীন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ। 

বক্তারা বলেন, ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে তখনকার বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। কিন্তু গ্রেনেডের আঘাতে নিহত হন দলের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জন। আহত হন আরো প্রায় ৫ শতাধিক। যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন।l



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর