বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ মাদারীপুর জেলা শাখা উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান-এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে শহরের নতুন শহর বিসিক এলাকাসহ বিভিন্ন স্হানে বৃক্ষ রোপন ও সাধারণ পথচারীদের মাঝে তিন প্রজাতির তিন’শত চারা গাছ বিতরণ করা হয়।
মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধার প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মোল্লা বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচী শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন “গাছ লাগান পরিবেশ বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর সদরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আপনারা জানেন বৃক্ষ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। তাই মাদারীপুর শহরকে সুন্দর রাখতে হলে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। আমরা শহরের বিভিন্ন স্থানে ঔষধি, বনজ, ও ফলজ (তিন) প্রজাতির গাছ রোপন ও বিতরণ করেছি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ আবুল বাসার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন , সদর উপজেলা মুক্তিযোদ্ধা লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন তায়ানি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক রাকিব শেখ,সদর উপজেলার যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম মাতুব্বর, সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ তায়ানিসহ অনেক। এছাড়াও বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশগ্রহন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতা কর্মিরা।
আপনার মূল্যবান মতামত দিন: